আন্তর্জাতিক, বিনোদন, অন্যান্য

ভালোবাসা দিবসে মার্কিন নাবিককে ৭০ হাজার চিঠি-শুভেচ্ছা বার্তা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ০৮:২০:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১০৪ বছর বয়সী মার্কিন নাবিক উইলিয়াম হোয়াইটকে ৭০ হাজার চিঠি-শুভেচ্ছা বার্তা।

প্রবীণ এক মার্কিন নাবিক উইলিয়াম হোয়াইট। শত বছরেরও অধিক বয়স তার। এবারের বিশ্ব ভালোবাসা দিবস একেবারেই আলাদা তার কাছে। ভালোবাসা দিবস ঘিরে সারাবিশ্ব থেকে মানুষ তাকে পাঠিয়েছে ৭০ হাজার চিঠি ও শুভেচ্ছা বার্তা।

১০৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত মার্কিন নাগরিক উইলিয়াম হোয়াইট বাস করেন ক্যালিফোর্নিয়ার স্টকটনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবদান রাখায় অর্জন করেন সম্মানজনক পুরস্কার পার্পল হার্ট। 

হোয়াইটকে সম্মান জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'অপারেশন ভ্যালেন্টাইন' নামে এক প্রচার শুরু হয়। এতে ভালোবাসা দিবস উপলক্ষ্যে বন্ধু ও অপরিচিতদের শুভেচ্ছাবার্তা পাঠাতে বলা হয়। 

এমন ঘটনায় আপ্লুত উইলিয়াম হোয়াইট। এমন কিছু তিনি এর আগে কখনো শোনেননি বা দেখেননি। মার্কিন নাবিক উইলিয়াম হোয়াইট বলেন, এটা সত্যিই চমৎকার।  আমার জন্য যা করা হয়েছে তা দেখে আমি একেবারেই বাকরুদ্ধ। যারা শুভেচ্ছা জানিয়েছেন তারা সবাই আমার বন্ধু, আর এমন অনেক যাদের আমি চিনি না।

যারা হোয়াইটকে শুভেচ্ছা জানিয়েছে তাদের মধ্যে অনেকেরই আত্মীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। এসব কার্ডে সেসব স্মৃতিবিজড়িত কথারও উল্লেখ আছে। 

উইলিয়াম হোয়াইটের মেয়ে মেরি হিউস্টন বলেন, আমার বাবাকে কার্ড, চিঠি, ছবি ও অনেক উপহার পাঠিয়েছেন, এটা অনেক প্রশংসনীয়। এর মধ্যদিয়ে শুধু আমার বাবাকেই নয়, বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত সব মার্কিন সেনাকেই সম্মান জানিয়েছে।

শুরুতে মাত্র ১০০টি কার্ডের আশা করা হলেও এই শুভেচ্ছাবার্তা, চিঠি ও কার্ডের সংখ্যা দাঁড়ায় ৭০ হাজারে। 

আরও পড়ুন