জেলার সংবাদ, সংস্কৃতি

ভাষার মাসে সিলেটে ১৭ দিনব্যাপী নাট্যোৎসব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২০ ০২:০০:৫১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভাষার মাস উপলক্ষে একুশের আলোকে সিলেটে চলছে ১৭ দিনব্যাপী নাট্যোৎসব।

উৎসবের অষ্টম দিনে শনিবার মঞ্চায়ন হয়েছে দর্পন থিয়েটারের নাটক 'হট্টমালার ওপারে'। বাদল সরকারের রচনা ও নাহিদ পারভেজ বাবুর নির্দেশনায় নাটকটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত নাট্য ব্যক্তিত্ব ইশরাত নিশাতের স্মৃতিতে।

ভাষার মাস স্মরণে সিলেটের দীর্ঘতম এই নাট্যোৎসব শুরু হয় পহেলা ফেব্রুয়ারি। উৎসবে প্রতিদিন নাটক পরিবেশন করছে সিলেট বিভাগের বিভিন্ন থিয়েটার। সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত নাট্যোৎসব শেষ হবে আগামী ১৬ই ফেব্রুয়ারি।

রবিবার, ৯ম দিনে মঞ্চস্থ হবে নাট্যালোকের পরিবেশনা 'মুল্লুক'। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় নাট্য প্রদর্শনী।

আরও পড়ুন