জাতীয়, টেলিভিশন

'দোষীদের শাস্তি সরকারও চায়'

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ৯ই অক্টোবর ২০১৯ ১২:৫১:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আবরার হত্যাকাণ্ড ন্যাক্কারজনক, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এটা সরকারও চায়; বললেন তথ্যমন্ত্রী।

নিজ দপ্তরে টিভি শিল্পী, নাট্যকার ও অনুষ্ঠান নির্মাতাদের সার্বজনীন সংগঠন ফেডারেশন অভ টিভি প্রফেশনালস অর্গানাইজেশনস, এফটিপিও'র সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ একথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আবরার হত্যাকাণ্ড ন্যাক্কারজনক। দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, এটা সরকারও চায়। ভিন্নমতের জবাব মতামতের মাধ্যমেই হতে হবে। এ ঘটনাকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কেউ কেউ, তা বরদাশত করা হবে না।'

তিনি বলেন, টেলিভিশন চ্যানেলগুলোতে ডাবিং করা সিরিয়াল ও সিনেমা প্রদর্শনের ব্যাপারে যাচাই বাছাই কমিটি করা হবে। বাংলাদেশে বিদেশী ডিটিএইচ ব্যবহারে অনুমোদন নেই। এতে করে প্রায় হাজার কোটি টাকা পাচার হচ্ছে। তবে ১৫ই ডিসেম্বরের মধ্যে এগুলো সরিয়ে ফেলতে বলা হবে। তারপর থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।' 

 

আরও পড়ুন