বাংলাদেশ, আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২২শে জুলাই ২০২১ ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে তাদের মৃত্যু হয়। এ সময় ৩শ ৮০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়।

বুধবার দেশটির রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়। লিবিয়ার জুওয়ারা উপকূল থেকে রওনা দেয়া নৌকাটিতে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।

সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দিতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

আরও পড়ুন