বিনোদন, অন্যান্য

ভ্যালেন্টাইনস উইক: ভালোবাসার প্রতিটি দিনের বিশেষ নাম জেনে নিন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৭ই ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৯:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রত্যেক বছর ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হিসাবে পালন করা হয়। এই সময়টায় যেন আকাশ বাতাসে শুধু ভালবাসা ছড়িয়ে থাকে।

১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হলেও পুরো সপ্তাহটাই  ভালোবাসার কোনও না কোনও দিন হিসেবে পালন করা হয়। আর এই গোটা সপ্তাহকেই বলা হয় ভ্যালেন্টাইনস উইক। এই সাতদিনে নানান ভাবে নিজের ভালোবাসার প্রকাশ করেন সবাই।

ভ্যালেন্টাইনস সপ্তাহ ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। সবথেকে প্রথমে দিনটি হল রোজ ডে। এরপর ৮ই ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ই ফেব্রুয়ারি চকোলেট ডে,১০ ই ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ই ফেব্রুয়ারি প্রমিস ডে, ১২ ই ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ই ফেব্রুয়ারি কিস ডে আর সবশেষে ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হিসাবে পালন করা হয়।

রোজ ডে: ৭ই ফেব্রুয়ারি
এবছর শুক্রবার দিন রোজ ডে। সপ্তাহের প্রথম দিন রোজ ডে হিসেবে পালন করা হয়। প্রেমিক প্রেমিকা একে অপরকে লাল গোলাপ ফুল দেন। বন্ধুরা একে অপরকে হলুদ রঙের গোলাপ দেন।

প্রপোজ ডে: ৮ই ফেব্রুয়ারি
নাম দেখেই বোঝা যাচ্ছে ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিন প্রেমিক প্রেমিকা একে অপরকে প্রোপোজ করেন। নিজেদের ভালোবাসার প্রকাশ করেন একে অপরের সামনে। এবছর প্রপোজ ডে শনিবারে ।

চকোলেট ডে: ৯ ই ফেব্রুয়ারি
রোজ ডেতে একে অপরকে গোলাপ ফুল দিয়ে আর প্রপোজ ডে তে একে অপরের ভালোবাসার প্রকাশ হওয়ার পর প্রেমিক প্রেমিকা ৯ই ফেব্রুয়ারি একে অপরকে চকলেট দিয়ে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।

টেডি ডে: ১০ই ফেব্রুয়ারি
টেডি ডেতে একে অপরকে তারা উপহার হিসেবে টেডি দেন। এই বিশেষ দিনটির জন্য বাজারে হরেক সাইজের টেডি বিয়ার্স পাওয়া যায়।

প্রমিস ডে: ১১ই ফেব্রুয়ারি
গোলাপ, প্রপোজ, চকলেট এবং টেডি ডে র পরে আসে প্রমিস ডে। এই দিন প্রেমিক এবং প্রেমিকা সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন।

হাগ ডে: ১২ই ফেব্রুয়ারি
ভ্যালেন্টাইনস সপ্তাহের এই দিনটি প্রেমিক যুগল একে অপরকে আলিঙ্গন করেন। এবারে এই দিনটি বুধবারে।

কিস ডে : ১৩ ই ফেব্রুয়ারি
১৪ ই ফেব্রুয়ারির ঠিক একদিন আগে হয় কিস ডে। এই দিন প্রেমিক যুগল একে অপরের ভালোবাসার প্রকাশ ঘটান চুম্বনের মাধ্যমে। এবারে এই দিনটি বৃহস্পতিবার পড়েছে।

ভ্যালেন্টাইনস ডে: ভ্যালেন্টাইনস সপ্তাহের শেষ দিন হল ১৪ ই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয় এই দিনটিকে। প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে বিশেষ ডেট প্ল্যান করেন, ছবি দেখতে যান, ঘুরে বেড়ান ।এবছর ভ্যালেন্টাইনস ডে শুক্রবার।

আরও পড়ুন