আন্তর্জাতিক, ভারত

মমতার নির্বাচনি প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ০১:২২:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মমতা বন্দোপাধ্যায়ের নির্বাচনি প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন।   

সোমবার জারি করা এই নিষেধাজ্ঞার কারণে আজ, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নির্বাচনি প্রচার চালাতে পারবেন না তৃণমূল কংগ্রেস নেত্রী।

গত ৩রা এপ্রিল হুগলির তারকেশ্বরে এক ভাষণে সংখ্যালঘু মুসলিমদের তাদের ভোট অন্য দলের সঙ্গে ভাগাভাগি না করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বক্তব্যের পর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে নোটিশ পাঠায় কমিশন।

এছাড়া বিধানসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটের দিন কোচবিহারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন নিহতের পর তাদের প্রতিরোধের আহবান জানান মমতা। এ নিয়েও তাকে নোটিশ পাঠায় নির্বাচনি কমিশন।

এদিকে, নির্বাচন কমিশনের এই অগণতান্ত্রিক ও অসাংবিধানিক নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ দুপুর ১২টা থেকে কলকাতায় গান্ধীমূর্তির নিচে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।   

আরও পড়ুন