বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ

মসজিদে মাইকিং করে হেলিকপ্টার থেকে অ্যান্টিকরোনা ঔষধ ছিটানোর গুজব!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে মার্চ ২০২০ ১২:২৪:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হেলিকপ্টার থেকে অ্যান্টিকরোনা ভাইরাসের ঔষধ ছিটানোর গুজব রটেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার একাধিক মসজিদের মাইকে এরকম গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। আর এ গুজব প্রতিরোধে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী।

তিনি বলেন, উপজেলার একাধিক এলাকার বিভিন্ন মসজিদের মাইকে একটি গুজব ছড়ানোর অভিযোগ পেয়েছি। যদিও আমি নিজ কানে সেটা শুনিনি। তবে, অনেক ইউনিয়নের চেয়ারম্যানরা আমাকে ফোন করে জানিয়েছে যে, বিভিন্ন মসজিদের মাইকে তারা বলতে শুনেছেন যে সেনাবাহিনী হেলিকপ্টার থেকে অ্যান্টিকরোনার ঔষধ ছিটাবে।

তিনি আরো বলেন, এমন গুজবে কেউ যেন আতংকিত না হোন সেজন্য আমি ফেসবুকে একটি পোস্ট দেই। তবে, কোন কোন মসজিদ থেকে মাইকিং করা হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। মসজিদের মাইক ব্যবহার করে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।

আরও পড়ুন