আন্তর্জাতিক, আমেরিকা, ইউরোপ

মহাবিশ্ব নিয়ে গবেষণায় নোবেল জিতলেন ৩ পদার্থ বিজ্ঞানী

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৪:৫১:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস পিবলস, সুইজারল্যান্ডের মিশেল মায়র ও দিদিয়ের কেলো।

মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এ তিন বিজ্ঞানীকে এ বছরের পদার্থে নোবেলজয়ী ঘোষণা করে রয়েল সুইডিশ একাডেমি।

এসময় একাডেমির পক্ষ থেকে জানানো হয়, মহাবিশ্ব নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়েছে। বিশ বছরের গবেষণায় বিগ ব্যাং থেকে বর্তমানের মহাবিশ্বের বিবর্তনের একটি তাত্ত্বিক কাঠামো তৈরি করেন জেমস পিবল।  

আর প্রথমবারের মতো সৌরজগতের বাইরের গ্রহ ফিফটি ওয়ান পেগাসি আবিষ্কার করেন মিশেল মায়র ও দিদিয়ের কেলো।  পুরস্কার হিসেবে ৯০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন জেমস পিবলস। আর বাকি অর্ধেক যৌথভাবে পাবেন মিশেল মায়র ও দিদিয়ের কেলো।  

নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী- ৯ অক্টোবর পৌনে ৪টায় রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, ১০ অক্টোবর বিকেল ৫টায় দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে, ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।

আরও পড়ুন