জেলার সংবাদ, সংস্কৃতি

মহামারিতে সাংগ্রাইয়ে নেই কোনও উৎসবের আমেজ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ১০:৫৯:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মহামারিতে এবার হচ্ছে না, পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ি সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব 'সাংগ্রাই'।

তাই কোথাও নেই উৎসবের কোনো আমেজ। তবে উৎসব উদযাপন পরিষদ বলছে, ঘরোয়া পরিবেশেই পালন করা হবে 'সাংগ্রাই'।

পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে মারমা সম্প্রদায় পালন করে সাংগ্রাই উৎসব। কিন্তু, করোনা আর লকডাউনের কারণে গতবছরের মত এবারেও ম্লান হয়ে গেছে সাংগ্রাই উদযাপন। আনন্দ আয়োজনে পড়েছে ভাটা। সবুজ পাহাড়ের কোথাও নেই উৎসবের রঙ।

প্রতিবছর এ সময়ে বৌদ্ধ উপসনালয়গুলোতে থাকত পূণ্যার্থীদের ভিড়। লকডাউনে সেই জনসমাগমও হচ্ছে না। প্রতিবারের মত থাকছে না, তিনদিনের জলকেলি উৎসব, কিংবা বয়োজেষ্ঠ্য পূজা। হচ্ছে না বুদ্ধ স্নান অনুষ্ঠানও।

উৎসবকে কেন্দ্র করে মারমা পল্লীগুলো মুখরিত হতো দর্শণার্থীদের পদচারণায়। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। বেচাকেনা না হওয়ায় অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।তবে, ঘরোয়া পরিবেশে উৎসব উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদযাপন পরিষদের সভাপতি।

প্রতিবারের মত এবার হয়তো পাহাড়ে উৎসব নেই। তবে, নতুন বছরে বিশ্বব্যাপী করোনার প্রকোপ কমে আসবে এমনটাই প্রত্যাশা সবার।

আরও পড়ুন