বাংলাদেশ, জেলার সংবাদ, রাজধানী

মহাসড়কে বেড়েছে গাড়ীর চাপ, বন্ধ গণপরিবহন  

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে মে ২০২০ ০৩:২৫:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় পরিজনের সাথে ঈদ কাটাতে গ্রামে ছুটছে মানুষ।

গত দুইদিনে মহাসড়কে পুলিশের কড়া নজরদারি থাকলেও আজ তা নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। কেবলমাত্র বন্ধ থাকা গণপরিবহনে কড়াকড়ি করছে পুলিশ।

এদিকে আজ সকাল থেকে নিজস্ব পরিবহনে বাড়ি ফেরার ঘোষণার পর থেকেই মহাসড়কে বেড়েছে এসব গাড়ীর চাপ। ব্যক্তিগত এসব যানবাহনে কৌশলে পরিবহন করা হচ্ছে সাধারণ যাত্রী।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে এসব মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলে ঢাকা থেকে গ্রামের বাড়ীতে ফিরছেন তারা। গণপরিবহন বন্ধে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে বেশ কয়েকটি স্থানে পুলিশের চেকপোস্ট রয়েছে।

এবিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, আমরা চেকপেস্ট পরিচালনা করছি যাতে গণপরিবহন ও ট্রাকে কোন মানুষ যাতায়াত না করতে পারে। তবে নিজস্ব পরিবহন চলাচলে কোন বাধা দেয়া হচ্ছেনা।

আরও পড়ুন