ধর্ম, জাতীয়, ইসলাম

মাওলানা সা'দপন্থিদের বিশ্ব ইজতেমার আজ দ্বিতীয় দিন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই জানুয়ারী ২০২০ ০৮:৩০:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। শুক্রবার ভোরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা সা’দপন্থিদের বিশ্ব ইজতেমা। এদিন জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

শুক্রবার বাদ ফজর মদিনা নিবাসী মাওলানা মুফতি ওসমানের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ান বাংলায় তরজমা করে মাওলানা আব্দুল্লাহ মনসুর। সকাল সাড়ে ৯টায় তালিমের বয়ান করেন ভারতের মাওলানা মুফতি আসাদুল্লাহ, তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি ওসামা ইসলাম। জুমার নামাজের পূর্বে সালাতুত তাসবিহ নামাজের ফাজায়েল সম্পর্কে বয়ান করেন মাওলানা মুফতি ফয়জুর রহমান। বাদ জুমা বয়ান করেন দিল্লি নিজামুদ্দিন মারকাযের শীর্ষ মুরুব্বি মাওলানা চেরাগ উদ্দিন, তার বয়ান বাংলায় ভাষান্তর করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী। বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা খান শাহাবুদ্দিন নাসিম। বাদ মাগরিব বয়ান করেন দিল্লির মাওলানা জামশেদ, তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

শুক্রবার জুমার নামাজ আদায়ে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় যোগ দেন মুসল্লিরা। বেলা বারোটার পর থেকেই ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন মানুষ। উদ্দেশ্য বড় জামাতে নামাজ আদায়। 

আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে সঠিক পথে চলার তৌফিক চান ইজতেমায় আগত মুসল্লিরা। তাবলীগ জামাতের মুরুব্বিদের কারণে ইজতেমার প্রতি আগ্রহ বোধ করেন বলে জানালেন অনেক মুসল্লি।

সকল বিভেদের অবসান ঘটিয়ে বিশ্বের সকল মুসলমানকে দ্বীনের পথ দেখাবেন মহান আল্লাহ-এমনটাই প্রত্যাশা তাদের। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
 

আরও পড়ুন