বাংলাদেশ, খেলাধুলা, ফুটবল

মাঠ মাতাতে আবারো ঢাকায় খেলবেন মেসি

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৫:১২:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নয় বছর পর আবার ঢাকার মাঠে খেলতে আসছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নভেম্বরের ১৫ তারিখে ঢাকায় পা রাখার কথা রয়েছে তার দল আর্জেন্টিনার।

জাতির জনকের ১০০তম জন্মদিনে বিশেষ আয়োজন হিসেবে আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার জন্য মুখিয়ে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যার অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে পা রাখতে পারেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি ও তার দেশ আর্জেন্টিনা।

মেসির নেতৃত্বে আগামী ১৮ নভেম্বর ঢাকায় প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল।

টুইটারে পোস্ট করা সূচি অনুযায়ী, ঢাকায় মোট দুটি প্রীতি ম্যাচ খেলবে প্যারাগুয়ে। ১৫ নভেম্বর প্রথম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে। এরপর ১৮ নভেম্বর লাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।


উল্লেখ্য, এর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো নিজ দেশকে নিয়ে বাংলাদেশে আসেন মেসি। পরে ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে ১টি প্রীতি ম্যাচ খেলে তারা। সে ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে আর্জেন্টিনাই। সেদিন গোল না পেলেও ২টি গোলে সরাসরি এসিস্ট করেন মেসি।

 

 

 

আরও পড়ুন