আন্তর্জাতিক, ইউরোপ

মানবদেহের জন্য নিরাপদ অক্সফোর্ডের ভ্যাকসিন

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে মে ২০২০ ০৮:২০:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ। পরীক্ষামূলক প্রয়োগের প্রথম ধাপে এমন ফলাফলের বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন গবেষকেরা।

প্রথম ধাপে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১৬০ স্বেচ্ছাসেবীর ভ্যাকসিন দেয়া হয়েছে। এরই মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপে পরীক্ষার জন্য ১০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে অক্সফোর্ড। এই দুই ধাপে মূলত শিশু ও বয়স্কদের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তাদের শরীরে করোনার প্রতিরোধক্ষমতা গড়ে উঠে কি-না তা দেখবেন গবেষকরা।

সাফল্য মিললে সেপ্টেম্বরের মধ্যে ৩ কোটি ডোজ তৈরি করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানি এস্ট্রাজেনেকা।

আরও পড়ুন