আন্তর্জাতিক, ইউরোপ

মানবদেহে অ্যান্টিবডি মিলেছে মডার্নার করোনা ভ্যাকসিনে

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মে ২০২০ ০৮:০৪:১০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে ভাইরাসটির বিরুদ্ধে সফলভাবে অ্যান্টিবডি গড়ে তুলেছে।  

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগিতায় দেড় মাস আগে ‘এমআরএনএ-১২৭৩’ নামে ওই ভ্যাকসিনটির মানবদেহে পরীক্ষা শুরু করে মডার্না।

দুইটি ডোজে আট স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিনটি দেয়া হয়। আজ মানবদেহে  প্রথম পর্যায়ের সেই পরীক্ষার ফলাফল অবমুক্ত করে মডার্না। এতে দেখা যায়, তাদের সবার শরীরেই করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। করোনাআক্রান্ত সুস্থ হওয়া রোগীর শরীরে যে মাত্রায় অ্যান্টিবডি পাওয়া যায় ওই স্বেচ্ছাসেবকদের শরীরেও একই মাত্রায় অথবা কোনো কোনো ক্ষেত্রে বেশি মাত্রায় অ্যান্টিবডি পাওয়া গেছে।

আসছে জুলাইয়েই মানবদেহে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করবে কোম্পানিটি। তবে কার্যকর ভ্যাকসিন পেতে কয়েক হাজার থেকে কয়েক লাখ মানুষের শরীরে ভ্যকাসিনের কার্যকারিতা পরীক্ষার নিয়ম রয়েছে।

আরও পড়ুন