রাজধানী, শিক্ষা

'মানসম্মত বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণার বিকল্প নেই'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪১:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানসম্মত বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের।

সোমবার বিকেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রফেসর ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মূলকাজ জ্ঞান আহরণ, জ্ঞান বৃদ্ধি ও জ্ঞান বিতরণের জন্য গবেষণার উপর সবচেয়ে বেশি গুরত্ব দিতে হবে।'

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, 'মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধ পরিকর।' সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের অগ্রযাত্রা অব্যহত থাকবে বলেও আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গবেষণার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদ সেন্টার করার প্রস্তাব রাখেন ড. আব্দুল আউয়াল খান।

অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুরসহ অনেকেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ'র ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ।

আরও পড়ুন