বাংলাদেশ, রাজধানী, আইন ও কানুন

মামুনুল গ্রেপ্তার না হলে ১৫ রমজানের পর হরতালের ডাক

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১২ই এপ্রিল ২০২১ ০৯:৪৭:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হেফাজত নেতা মামুনুল হকসহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের ১৫ রমজানের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি।

এর মধ্যে গ্রেফতার করা না হলে সকাল-সন্ধ্যা হরতাল দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ধর্মীয় এই সংগঠনটি৷

আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ইসলামী পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন এ দাবি করেন।

তিনি এসময় বলেন, অযথা জ্বালাও-পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোনো সুযোগ নেই। ইসলামের স্বার্থে বা ইসলাম কোনো দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রেও ইসলামের প্রকৃত দৃষ্টিভঙ্গী এবং শান্তিপূর্ণ পদ্ধতি অনুসরণ করা উচিত।

এক্ষেত্রে দেশের ইসলামী বা ধর্মীয় দলগুলোকে আরও সচেতন হওয়া দরকার বলে মনে করেন ধর্মীয় এই সংগঠনটির নেতারা। 

আরও পড়ুন