অর্থনীতি

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৬:৪৪:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম ও চাহিদা বাড়ার পাশাপাশি সংকট দেখা দেয়ায় এ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ৮ই মার্চ দেশে প্রথম এ ভাইরাস শনাক্ত হয়। এরপর দিন দিন এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরসঙ্গে বেড়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

মঙ্গলবার (২৪শে মার্চ) পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। মঙ্গলবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এই ৬ জনের মধ্যে একজন বিদেশ ফেরত। ফলে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। আইসোলেশনে ৪০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৬ জন।

আরও পড়ুন