রাজনীতি, রাজধানী

মা বিদিশার সঙ্গে থাকতে চেয়ে এরশাদপুত্র এরিকের জিডি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই নভেম্বর ২০১৯ ০৬:৪৪:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মা বিদিশা এরশাদের সঙ্গে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকতে চেয়ে গুলশান থানায় জিডি করেছেন এরশাদপুত্র এরিক।

নানান বিষয় নিয়ে বিস্তর অভিযোগ এরিকের।  বলছেন, বাবা এরশাদ মৃত্যুর আগেও তাকে মায়ের সঙ্গে  থাকার নির্দেশনা দিয়ে গেছেন।

প্রেসিডেন্ট পার্কে এরিককে নির্যাতনের অভিযোগ জানানোর পরে গেলো বৃহস্পতিবার মা বিদিশা আসেন প্রেসিডেন্ট পার্কে।

সোমবার হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ডিবিসি নিউজকে বলেন, "অসুস্থ একটা বাচ্চা আমার। তার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আামি বললাম, কী হয়েছে তোমার? বলল, মা তুমি আসো, আমাকে অনেক অত্যাচার করা হচ্ছে।"

নির্যাতনের পাশাপাশি মা বিদিশাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেন এরিক ফেইসবুক লাইভে।  সেই লাইভে এরিক এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চান।

ফেইসবুক লাইভে তিনি বলেন, "আমার লিগাল গার্জিয়ান আমার মা, আমার চাচা জি এম কাদের না।"

সোমবার এরিক নিজেই বাদি হয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেছেন।

এরিক এরশাদ বলেন, "আমার মা'র সঙ্গে আমি এ বাসায় থাকতে চাই। আমার চাচা যাতে ডিস্টার্ব না করে সেজন্য আমি নিরাপত্তা চেয়ে জিডি করেছি।"

এ ব্যাপারে বিদিশা সিদ্দিক বলেন, "আমি বলব চাচাকে যে, আল্লাহর ওয়াস্তে, আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন, এরিককে আপনার আর দেখাশোনা করার দরকার নাই।  আপনি এরিকের গার্ডিয়ান না। এরিকের লিগাল গার্ডিয়ান আমি, এরিকের বয়স ১৮ হয়েছে। এরিক একজন স্পেশাল চাইল্ড, তার রেগুলার ট্রিটমেন্টের দরকার।"

জাতীয় পার্টির চেয়্যারম্যান চাচা জিএম কাদেরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে আপাতত মায়ের সঙ্গেই প্রেসিডেন্ট  পার্কে থাকার কথা জানিয়েছেন এরিক।

এরিক বলেন, "আমার আব্বা মারা যাওয়ার আগে বলে গেছেন যে, মাকে কষ্ট দিও না। বিভিন্ন রাজনৈতিক কারণে উনাকে কষ্ট দিয়েছি। তুমি উনাকে এ বাসায় এনে রাখবা, একসঙ্গে থাকবা।"

এরিকের নির্যাতনের খবর শুনে সোমবার জাতীয় পার্টির সম্মিলিত জোটের বেশকজন যান প্রেসিডেন্ট পার্কে সাক্ষাত করতে।

বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট এস কে শহিদুজ্জামান বলেন, "আমরা উদ্বিগ্ন ছিলাম।  প্রেসিডেন্ট এরশাদের সন্তান এরিক, তার সঙ্গে দেখা করা এবং তার অবস্থানটা জানার জন্যই আসা।"

আরও পড়ুন