অন্যান্য

মিশরে ভারি বৃষ্টিতে ১৯ জনের প্রাণহানি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে অক্টোবর ২০১৯ ০১:১৭:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ৪ শিশুসহ ১৯ জনের প্রাণহানি।

মিশরে দুই দিনের ভারি বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ শিশু রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গল ও বুধবার মিশরের রাজধানী কায়রো ও এর আশপাশের শহরগুলোতে ভারি বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। কায়রো, আলেকজান্দ্রিয়াসহ মোট ৪ টি প্রধান শহর প্লাবিত হয়ে ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত অঞ্চলগুলোর স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রধান প্রধান সড়কগুলো প্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার পর্যন্ত ভারি বর্ষণ অব্যাহত থাকবে বলে পুর্বাভাস দিয়েছে মিশরের আবহাওয়া বিভাগ।

আরও পড়ুন