আন্তর্জাতিক, এশিয়া

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাকার্তায় আসিয়ান নেতাদের বৈঠক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে এপ্রিল ২০২১ ০৫:৩৩:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের অভ্যন্তরীন পরিস্থিতি নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় বৈঠকে বসেছেন আসিয়ান ভুক্ত দক্ষিন-পূর্ব এশিয়ার ১০ দেশ। বৈঠকে যোগ দিয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং।

সামরিক অভ্যুত্থানের পর এটাই জান্তা প্রধানের প্রথম বিদেশ সফর। আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে প্রথমবারের মতো প্রতিবেশী নেতাদের মুখোমুখি হলেন মিয়ানমার জান্তা প্রধান। সম্মেলনে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে উদ্ভূত সংকট নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা করছেন প্রতিবেশী দেশের নেতারা।

এদিকে শনিবার আসিয়ানে মিয়ানমারের সদস্যপদ বাতিলের দাবীতে জাকার্তায় জোটের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে কয়েশ মানুষ। গত ১লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে সামরিক জান্তার দমন পীড়নে দেশটিতে এ পর্যন্ত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
 

আরও পড়ুন