বাংলাদেশ, রাজনীতি, আইন ও কানুন

মীর নাসির ও ছেলে হেলালের সাজা বহাল

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৪:৩৬:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতির মামলায় মীর নাছির উদ্দিনের ১৩ বছর ও তার ছেলে হেলাল উদ্দিনের ৩ বছরের সাজা বহাল রেখেছে হাইকোর্ট।

রায় পাওয়ার তিন মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে।

মঙ্গলবার, বিচারপতি মোহাম্মদ আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। ২৭ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৫০৬ টাকা অবৈধভাবে অর্জন এবং ২ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক মীর নাছিরের বিরুদ্ধে গুলশান থানায় ২০০৭ সালের ৬ মার্চ মামলা দায়ের করে।  

পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলের বিশেষ আদালত ২০০৭ সালের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছরের সাজা প্রদান করে। বিশেষ আদালতের ওই রায়ের বিরুদ্ধে মীর নাছির একই বছরের ১৩ নভেম্বর আপিল করেন।

আরও পড়ুন