পাকিস্তান

মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী লাহোরের আদালতে দণ্ডিত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে পাকিস্তান।

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছে লাহোরের একটি আদালত।

সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে ছয় মাস এবং অবৈধ সম্পত্তি সংক্রান্ত আরেকটি অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে হাফিজ সাঈদকে। যদিও কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছে সে।

গেল বছরের ডিসেম্বরে সন্ত্রাসবাদে অর্থায়নসহ ছয়টি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ফ্রান্সভিত্তিক সন্ত্রাসবাদ পর্যবেক্ষণ সংস্থা এফ-এ-টি-এফের বৈঠকের একদিন আগে এই রায় ঘোষণা করা হল। সন্ত্রাসবাদ মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ না নেয়ার অভিযোগে পাকিস্তানের ওপর নিষাধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনার কথা রয়েছে এফ-এ-টি-এফের বৈঠকে।

আরও পড়ুন