আন্তর্জাতিক, অন্যান্য

মেক্সিকোতে 'বন্দুকযুদ্ধে' ১৫ জন নিহত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই অক্টোবর ২০১৯ ১২:০২:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিহতদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক এবং ১ জন নিরাপত্তারক্ষী।

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে নিরাপত্তারক্ষী ও বেসামরিক নাগরিকদের মধ্যে 'বন্দুকযুদ্ধে' ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ১৪ জন এবং একজন নিরাপত্তারক্ষী বলে জানিয়েছেন রাজ্যের নিরাপত্তা বিভাগের মুখপাত্র। এ নিয়ে গেল সপ্তাহে দু'টি সহিংসতার ঘটনা ঘটেলো মেক্সিকোতে।

পুলিশ জানায়, নিজেদের শহরে সেনা মোতায়েনের প্রতিবাদে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে শহরবাসী। যা খুব দ্রুতই সংঘর্ষে মোড় নেয়ায় হতাহতের ঘটনা ঘটে।

এর আগে, মঙ্গলবার মেক্সিকোর মিচোয়াকান রাজ্যে সন্ত্রাসী হামলায় পুলিশ নিহতের পর রাজ্যটিতে সেনা মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

আরও পড়ুন