জাতীয়, অমর একুশে গ্রন্থমেলা

মেলায় ক্রেতা না থাকায় হতাশ প্রকাশকরা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই এপ্রিল ২০২১ ০৭:০৫:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণপরিবহন খোলা থাকলেও বইমেলায় জনসমাগম না থাকায় হতাশ পুস্তক বিক্রতা ও প্রকাশকরা।

প্রকাশক-বিক্রেতারা বলছেন, চৈত্রের দাবদাহ শুরু হয়েছে। তাই লোকজন বাধ্য না হলে বাইরে বের হচ্ছেন না। তবে, সপ্তাহের শেষদিন আজ ও শুক্র-শনিবার সাধারণ ছুটির দিনে ক্রেতা বাড়ার আশা করছেন প্রকাশকরা।

লকডাউনে দুপুর ১২টায় মেলার দুয়ার খুললেও জনসমাগম কিছুটা বাড়ে বিকাল ৩টার পর। সেটিও আশানুরূপ নয়। সেই সাথে বেচাকেনা খুবই হতাশাজনক বলে জানিয়েছেন বিক্রেতারা।

গণপরিবহন সীমিত আকারে চললেও সাধারণ মানুষ বই মেলায় আসার আগ্রহ পাচ্ছেন না বলে হতাশ প্রকাশকেরা। কেউ কেউ মেলায় ঘুরতে এলেও বই কেনায় আগ্রহ আশানুরূপ নয় বলেও অভিযোগ তাদের।

আরও পড়ুন