আন্তর্জাতিক, ইউরোপ

মে দিবসে ইউরোপের কয়েকটি দেশে প্রতিবাদ-সহিংসতা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১লা মে ২০২১ ১১:২১:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মে দিবসে ইউরোপের কয়েকটি দেশে প্রতিবাদী রেলিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

ফ্রান্সের প্যারিসে লকডাউন উপেক্ষা করে বের করা হয় মে দিবসের রেলি। এতে অংশ নেয় হাজার-হাজার মানুষ। কর্মহীনদের ভাতা দেয়ার বিষয়ে দেশটির সরকারের পরিকল্পনার প্রতিবাদ করেন তারা। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে রেলিতে অংশগ্রহণকারীরা। ভাঙচুর করা হয় বিভিন্ন ব্যাংকের কাচের দরজা-জানালা।

পরে পুলিশের সংঘর্ষে জড়ায় তারা। আটক করা হয় অন্তত ৩৪ জনকে। তুরস্কেও লকডাউন উপেক্ষা করে মে দিবসের রেলি থেকে দুশরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শ্রমিক নেতাদের সঙ্গে বেশ কয়েকটি জায়গায় পুলিশের সংঘর্ষও হয়।

এদিকে জার্মানি হামবুর্গ শহরে মে দিবসে কট্টর নিও নাৎসিদের প্রতিবাদী রেলিতে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের বিক্ষোভ হয়েছে।       

আরও পড়ুন