বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

মোদীকে বরণ করতে প্রস্তুত সাতক্ষীরা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে মার্চ ২০২১ ০৩:৫৮:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে সাতক্ষীরার যশোরেশ্বরী কালিমন্দির পরিদর্শ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ উপলক্ষে মন্দিরের আশপাশে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোদীর আগমনে খুশি এলাকাবাসীও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সাজানো হয়েছে সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরসহ আশপাশের এলাকা।

নেয়া হয়েছে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মন্দিরসহ রাস্তাঘাট সেজেছে নতুন সাজে। অপেক্ষা এখন মন্দিরে পৌছানোর পর নরেন্দ্র মোদীকে বরণের।

মন্দিরে পৌছে দেবী সতিকে নানান আচারে পুজা দেবেন ভারতের প্রধানমন্ত্রী। মন্দির ঘিরে তাই চলছে নরেন্দ্র মোদীকে বরনের আনুষ্ঠানিকতার প্রস্তুতি।

বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীর আগমনে খুশি সাতক্ষীরার শ্যামপুর উপজেলাবাসী।

মোদীর এই সফরে ভারত-বাংলাদেশ বন্ধুত্বের পাশাপাশি দুইদেশের জনগনের বন্ধণ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সবার।

আরও পড়ুন