বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

মৌলভীবাজারে টেলি কনফারেন্সে মির্জা ফখরুলের ত্রান বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই মে ২০২০ ০৪:৪৬:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা পরিস্থিতিতে সঠিক পদক্ষেপের অভাব ও জবাবদিহিতার অভাবে সেচ্ছাচারিতার পথ অবলম্বন করেছে সরকার।

বিএনপি জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছিল কিন্তু তা নিয়ে সরকার হাসাহাসি করেছে। মৌলভীবাজার কুলাউড়ায় টেলি কনফারেন্সে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

আজ সোমবার দুপুরে কুলাউড়া শহরে সিএনজি পাম্পের পাশে উপজেলা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেলা বিএনপির সহ সভাপতি এড. আবেদ রাজার সাথে প্রথমে টেলিফোনে কথা বলার পর ত্রান বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল উপস্থিত ছিলেন। কুলাউড়া উপজেলা বিএনপি হোয়াটস অ্যাপ গ্রুপের অর্থায়নে ৫শ দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এ সময় বিএনপি মহাসচিব আরো বলেন, ‘বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা বা বিভেদ সৃষ্টি করতে চায় না। করোনা পরিস্থিতিতে চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্য প্রয়োজন।’

আরও পড়ুন