আন্তর্জাতিক, ইউরোপ

যুক্তরাজ্যে কাজে ফিরতে শুরু করেছে মানুষ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই মে ২০২০ ০৩:০৫:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যে লকডাউন শিথিল হওয়ায় আজ থেকে কাজে ফিরতে শুরু করেছেন কর্মীরা।  বিশেষ করে যারা বাড়ি থেকে কাজ করতে পারছেন, না তাদের কর্মস্থলে যোগ দেয়ার অনুমতি দেয়া হয়েছে।

লকডাউন শিথিল হওয়ার পর রাস্তায় বেড়েছে যান চলাচল। মানুষ যেতে পারছেন পার্কে, সেখানে তারা ব্যয়াম, জগিং ও পোষা প্রাণিদের নিয়ে ঘুরতে পারবেন। সব দোকান না খুললেও, খুলে দেয়া হয়েছে ইংল্যান্ড ও ওয়েলসের গার্ডেন সেন্টারগুলো। সেসব জায়গায় ভিড় করছেন বৃক্ষপ্রেমিরা।

তবে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি মেনেই বাইরে যেতে হবে যুক্তরাজ্যবাসীদের। এদিকে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডে এখনও বহাল রয়েছে লকডাউন।  জনগণকে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন