আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি অঙ্গরাজ্যে সংক্রমণের উর্ধ্বগতি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই অক্টোবর ২০২০ ০৭:৫০:০৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের অন্তত ১০ টি অঙ্গরাজ্যে জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ দেখা গেছে।

গণমাধ্যমগুলো বলছে, কলোরাডো, আইডাহো , ইন্ডিয়ানা, মিনেসোটাসহ ১০ রাজ্যে হুহু করে সংক্রমণ বাড়ছে।

একদিনে ৫৪ হাজারের বেশি শনাক্তে দেশটিতে মোট শনাক্ত প্রায় ৮৩ লাখ ৪৩ হাজার। ২৪ ঘণ্টায় ৬৩৮ জনের মৃত্যুতে এখন পর্যন্ত প্রাণহানি ২ লাখ ২৪ হাজারের বেশি।

এদিকে, ভারতে করোনায় একদিনে ১ হাজার ৩২ জন প্রাণ হারিয়েছেন আর শনাক্ত ৬২ হাজারে বেশি।

অন্যদিকে, ইউরোপেও বাড়ছে সংক্রমণ। জার্মানিতে একদিনে প্রায় ৫ হাজার শনাক্তে মোট শনাক্ত ৩ লাখ ৬০ হাজারেরও বেশি।

দেশটির সবচেয়ে বড় রাজ্য বাভারিয়ার গভর্নর বলেছেন, বর্তমান পরিস্থিতি চলমান থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পরে। চেকস্লোভাকিয়া, ফ্রান্স , যুক্তরাজ্যেও সংক্রমণ বৃদ্ধি অব্যাহত। ফ্রান্সে সংক্রমণ রোধে শনিবার থেকে কিছু কিছু শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ৫ হাজার মানুষের । মোট মৃত্যু ১১ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। একদিনে ৩ লাখ ৭২ হাজারে বেশি শনাক্তে মোট শনাক্ত ৩ কোটি ৯৯ লাখ ৩৮ হাজারের বেশি।

আরও পড়ুন