আন্তর্জাতিক, আমেরিকা

করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রে অভাবনীয় হারে বেড়েছে অস্ত্র বিক্রি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০৫:১০:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যক্তিগত নিরাপত্তা শঙ্কায় অস্ত্র কিনছেন মার্কিনিরা।

করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্রে বেড়েছে অস্ত্র বিক্রি। ব্যক্তিগত নিরাপত্তায় অস্ত্র ও গুলি কিনছেন অনেকে। দোকানের সামনে দেখা গেছে মানুষের ভিড়।

করোনাভাইরাস, আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে। বন্ধ হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। লুটপাট বাড়ার শঙ্কায় মার্কিনিরা। ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্ক, প্রায় সব বন্দুকের দোকানেই ভিড়। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে অস্ত্র ও গোলাবারুদ কিনছেন অনেকে।

লস অ্যাঞ্জেলেসের পানশালা, রেস্তোরাঁ, থিয়েটার ও সিনেমা হল বন্ধ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের নিরাপত্তায় কিনছেন অস্ত্র ও গুলি। অস্ত্রের সরবরাহ কম থাকায় অনলাইনেও অর্ডার দিয়ে অস্ত্র কিনছেন অনেকে। বিক্রেতারা বলছেন, অভাবনীয় হারে অস্ত্র বিক্রি বেড়েছে। আয় বেড়েছে প্রায় তিনশ’ ভাগের বেশি।

বিভিন্ন দেশে টিস্যু পেপার, স্যানিটাইজার ও খাবার নিয়ে চিন্তা বাড়লেও নিরাপত্তা নিয়ে শঙ্কায় মার্কিনিরা।

আরও পড়ুন