আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু এক হাজারের নিচে নেমেছে

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই মে ২০২০ ১০:২৪:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যুর সংখ্যা এক হাজারের নিচে নেমে এসেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮শ ৬৫ জনের।

যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু এখন প্রায় ৯১ হাজার। দেশটির ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জানিয়েছেন, করোনা কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা ২০২১ সালের শষ নাগাদ স্থায়ী হতে পারে।

এদিকে গত কয়েকদিনের মতোই ব্রাজিলে একদিনে প্রায় ৫শ মানুষ মারা যান করোনা সংক্রমণে। সবচেয়ে বড় শহর সাও পাওলোর কর্তৃপক্ষ জানিয়েছে, অব্যাহত রোগীর চাপে হাসপাতালে শয্যাসহ চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে।

যেকোন সময় গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্তের সংখ্যা ৮ হাজার।

এদিকে সংক্রমণ শুরুর পর ২৪ ঘণ্টায় সবচেয়ে কম ১৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে ইতালি। আর স্পেনে দুই মাসের মধ্যে প্রথম একদিনে একশোর নিচে কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়। ইউরোপের অন্যান্য দেশেও করোনায় কম মৃত্যুহার দেখা যায়। শুধু ব্যতিক্রম ফ্রান্স যেখানে একদিনে মৃত্যু ৪৮৩।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮ লাখের বেশি মানুষ। আর বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষের। তবে,  বিশ্বে সুস্থ হয়েছেন ১৮ লাখের বেশি মানুষ।

আরও পড়ুন