জেলার সংবাদ, সংস্কৃতি

রবি ঠাঁকুরের সিলেটে আগমনের শতবর্ষ স্মরণে নানা আয়োজন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ১২:৪৬:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাঁকুরের সিলেটে আগমনের শতবর্ষ স্মরণে সিলেটের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা চলছে।

মঙ্গলবার সকালে, শ্রীহট্ট ব্রাহ্মসমাজের আয়োজনে সুরমা নদীর চাঁদনীঘাটে রবীন্দ্রনাথের আগমনের ক্ষণ স্মরণে পুষ্প বর্ষণের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়।

এরপর, একটি বর্ণাঢ্য সংগীত শোভাযাত্রা নগর প্রদক্ষিণ করে।

পরে, ব্রম্ম মন্দিরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শব্দে ছন্দে রবীন্দ্রনাথ’। এসময়, ব্রম্ম মন্দিরে রবীন্দ্রনাথের প্রার্থনা সভায় অংশগ্রহণের সময়কালের আবহে স্তোত্র, গান ও নৃত্যাঞ্জলি পরিবেশিত হয়। এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

এছাড়াও, শতবর্ষ স্মরনোৎসব আয়োজন পর্ষদের আয়োজনে ক্বীণব্রিজ, সিংহবাড়ী ও এমসি কলেজে তিনদিনের বর্ণাঢ্য আয়োজন রয়েছে।

আরও পড়ুন