বাংলাদেশ, অর্থনীতি, জেলার সংবাদ

'রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না, দাম থাকবে সহনীয়'

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১২ই এপ্রিল ২০২১ ১০:০৪:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন রমজানে দেশে ভোগ্যপণ্যের কোন সংকট হবে না এবং দামও সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বিভাগীয় মনিটরিং কমিটি।  

আজ সোমবার দুপুরে দেশের ভোগ্য পণ্যের প্রধান পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এ সময় কমিটি সদস্য সচিব জানান, বন্দর থেকে বিভিন্ন ভোগ্যপণ্য খালাসের পর পাইকারী বাজারে কেউ যাতে দাম বাড়িয়ে বাজার অস্থির করতে না পারে সেজন্য কমিটির সদস্যরা তদারকি করছেন।

এছাড়া, বাজারে পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান চাহিদার তুলনায় প্রচুর ভোগ্যপণ্য রয়েছে। ফলে সংকটের কোন সম্ভবনা নেই।

আরও পড়ুন