বাংলাদেশ, অর্থনীতি, রাজধানী, ক্যারিয়ার, লাইফস্টাইল, নারী

রাজধানীতে চলছে দিনব্যাপী এফ-কমার্স সম্মেলন

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ২৮শে ডিসেম্বর ২০১৯ ০১:৩৮:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেকার সমস্যার কার্যকর সমাধান এনে দিতে পারে ফেসবুক ভিত্তিক বাণিজ্য বা এফ-কমার্স।

সামান্য কারিগরি দক্ষতা থাকলেই অল্প পুঁজি দিয়েই এফ-কমার্সের মাধ্যমে দেশে উদ্যোক্তা তৈরি করা যেতে পারে। 

শনিবার সকালে এফ-কমার্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন লাখ এফ-কমার্স উদ্যোক্তা আছেন, যাদের অর্ধেকই নারী।

দিনব্যাপী সম্মেলনে চারটি নলেজ সেশনে এফ-কমার্স শিল্পের মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বিয়য়ে আলোচনা করা হবে।  এছাড়াও ইউটিউবারদের মতো, ফেসবুকেও কীভাবে ভিডিও শেয়ার করে আয় করা যায় সেই দিক নির্দেশনাও দেয়া হবে।

কন্টেন্ট ক্রিয়েটর ও মেসেঞ্জার বট নিয়ে থাকছে আলাদা সেশন।  সম্মেলনে এফ-কমার্সের পাঁচজন করে সফল উদ্যোক্তা ও পৃষ্ঠপোষককে পুরষ্কৃত করা হবে।

আরও পড়ুন