বাংলাদেশ, রাজধানী

রাজধানীর দক্ষিণ কমলাপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২২শে ফেব্রুয়ারি ২০২১ ০৫:৩৪:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকার একটি অবৈধ স্থাপণা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট মেহনাজ হোসেন ফারিবা।

এসময় বুলডোজার দিয়ে টিনের স্থাপনা গুলি ভেঙে গুড়িয়ে দেয়া হয়৷ নির্ধারিত তারিখে অভিযান পরিচালনা করলেও বস্তিবাসীকে তাদের গৃহস্থালির আসবাবপত্র সরাতে দেখা যায়। দক্ষিণ কমলাপুরের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন প্রায় ২১ শতক জায়গা দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল।

সময় না দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সাইনবোর্ড টানিয়ে এ উচ্ছেদের তারিখ দিয়ে তারপর অভিযান পরিচালনা করছেন তিনি। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খাস জমিটি পিডাব্লিউডির কাছে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন