অর্থনীতি, রাজধানী

রাজধানীর শপিংমল ও মার্কেটে উপচেপড়া ভিড়

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে এপ্রিল ২০২১ ০২:১৯:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুক্রবার ছুটির দিন হওয়ায় শপিংমল ও মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

ঈদকে ঘিরে জমে উঠেছে রাজধানীর শপিংমল ও মার্কেট। শুক্রবার ছুটির দিনে ক্রেতাদের উপচেপড়া ভিড়। গত কয়েকদিনের তুলনায় বিক্রি বাড়ায় আশাবাদী বিক্রেতারা। দাম হাতের নাগালে থাকায় খুশি ক্রেতারাও। 

চলাচলে বিধিনিষেধের ঢিলেঢালাভাব। এদিকে ঘনিয়ে আসছে ঈদ। যার প্রভাব পড়েছে মার্কেট-শপিংমলে।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর নিউমার্কেট, চাঁদনী চক এবং গাউছিয়া মার্কেটে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। মানুষের চাপে মার্কেটগুলো আশেপাশে দেখা দেয় যানজট। ক্রেতাদের সামাল দিতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে দেখা গেছে। তাই পুরোপুরি স্বাস্থ্যবিধির মানার বিষয়টি উপেক্ষিত।

পোশাকের পাশাপাশি কসমেটিকস ও অলংকারের দোকানে বেশি ভিড়। চলাচলের বিধিনিষেধের মধ্যেও সুলভ মূল্যে কেনাকাটা করতে পারায় খুশি ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, বিক্রি বেশ ভালো। বিধিনিষেধের ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার সুযোগ তৈরি হওয়ায় খুশি তারা। 

শনিবার পহেলা মে দোকান খোলা রাখারও সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিকেরা।

আরও পড়ুন