আন্তর্জাতিক, পাকিস্তান, এশিয়া

রাশিয়ার সঙ্গে বাণিজ্য বিরোধ মীমাংসা পাকিস্তানের

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৬:০৪:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার সঙ্গে ৩৯ বছরের পুরনো একটি বাণিজ্য-বিরোধ নিষ্পত্তি ও মস্কোর সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

সাবেক সোভিয়েত আমলের এই বিরোধ নিষ্পত্তি হলে রাশিয়ার জন্য পাকিস্তানে ৮০০ কোটি ডলার বিনিয়োগের পথ খুলে যাবে।

এ বিষয়ে চুক্তি সই করার জন্য মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে কর্তৃত্ব দিয়েছে ইসলামাবাদ সরকার। এই চুক্তির অধীনে পাকিস্তানের সরকার ৯০ দিনের মধ্যে রাশিয়ায় নয় কোটি ৩৫ লাখ ডলার ফিরিয়ে আনবে এবং রাশিয়ার রপ্তানিকারকদের বকেয়া মিটমাট করবে। এ বিষয়ে ২০১৬ সালের ৬ অক্টোবর এবং ২০১৭ সালের ২৭ ডিসেম্বর দুটি সমঝোতা হয়েছিল।

মস্কো এরইমধ্যে ইসলামাবাদকে বার্তা দিয়েছে যে, তারা পাকিস্তানের জ্বালানি এবং স্টিল মিলসে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে কিন্তু রাশিয়ার আইন অনুযায়ী যেসব দেশের সাথে বাণিজ্য-বিরোধ রয়েছে সেসব দেশে রাশিয়া বিনিয়োগ করতে পারে না।

সরকারি কর্মকর্তারা পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, এই চুক্তির ফলে রাশিয়া পাকিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে সক্ষম হবে।

পাকিস্তানের বাণিজ্য বিভাগের তথ্য মতে- ১৯৮০’র দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং এর কয়েকটি কোম্পানি পাকিস্তান থেকে টেক্সটাইল এবং অন্য কিছু পণ্য কিনতো। নির্বিঘ্নে পণ্য বিনিময় পদ্ধতি চালু রাখার জন্য পাকিস্তানের ন্যাশনাল ব্যাংকে দুটি একাউন্ট খোলে। ওই অ্যাকাউন্টে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ স্টেট ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে তহবিল জমা করে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে বেশকিছু রপ্তানিকারক তাদের অর্থ পান নি; এ নিয়ে বিরোধ চলছিল।

আরও পড়ুন