আন্তর্জাতিক, এশিয়া

রাশিয়ার ‘স্পুৎনিক-ভি’ অনুমোদন দিলো ভারত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ১২:২১:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জরুরী ব্যবহারের জন্য তৃতীয় ভ্যাকসিন হিসেবে রাশিয়ার ‘স্পুৎনিক-ভি’ অনুমোদন দিলো ভারত । সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার টিকাটির অনুমোদন দেয় ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল এক কার্যালয় ।

ভারতে ‘স্পুৎনিক-ভি’ উৎপাদন করছে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি। প্রতিষ্ঠানটির দাবি, মডার্না ও ফাইজারের পর সবচেয়ে বেশি ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর এই টিকা । শিগগিরই সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিনের পাশাপাশি স্পুৎনিক-ভি’ প্রয়োগ করা হবে।

এর আগে সোমবার দেশটির বিশেষজ্ঞ কমিটি রুশ টিকার অনুমোদন দেয়। যা তৈরি করেছে মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। বিশ্বের ৬০ তম দেশ হিসেবে স্পুৎনিকের অুনমোদন দিলো ভারত । করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। এ অবস্থায় এই অনুমোদন করোনা মোকাবেলায় সহায়তায় করবে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন