আন্তর্জাতিক, ভারত

রাহুল, প্রিয়াঙ্কা ও সনিয়া গান্ধির নিরাপত্তা অবনমন

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই নভেম্বর ২০১৯ ০৫:২২:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কংগ্রেস নেতা এবং গান্ধি পরিবারের সদস্য রাহুল, প্রিয়াঙ্কা ও সনিয়া গান্ধির স্পেশাল প্রোটেকশন গ্রুপ- এসপিজি ক্যাটেগরির নিরাপত্তা কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

কেন্দ্রীয় সরকারের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। তবে এসপিজি'র বদলে গান্ধি পরিবারের এই তিন সদস্যের জন্য সিআরপিএফ বা জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বহাল থাকবে।

নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারের ওই সূত্র থেকে জানানো হয়। নিরাপত্তায় অবনমন নিয়ে মোদি প্রশাসনের এমন পদক্ষেপে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি কংগ্রেসের এই তিন নেতা।

এরআগে, গেল আগস্টে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এসপিজি নিরাপত্তা তুলে নেয় ভারত সরকার।

আরও পড়ুন