বাংলাদেশ, জাতীয়, কবিতা

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ'র জন্মবার্ষিকী

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই অক্টোবর ২০১৯ ০৯:৪১:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ'র জন্মবার্ষিকী আজ।  

১৯৫৬ সালের এই দিনে জন্ম নেন প্রতিভাবান এই কবি। আশির দশকে যে ক'জন কবি তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন 'প্রতিবাদী রোমান্টিক' হিসাবে খ্যাত রুদ্র তাঁদের অন্যতম।  

পিতার কর্মস্থল বরিশালে জন্ম নিলেও তার দাদার বাড়ি বাগেরহাটের মিঠেখালি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৮৩ সালে এমএ ডিগ্রি লাভ করেন তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন রুদ্র।  

১৯৭৫ সালের পর স্বৈরাচারবিরোধী সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন প্রতিবাদী এই কবি। তাঁর কবিতায় মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ ও অসাম্প্রদায়িকতা বলিষ্ঠভাবে উপস্থিত।

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং 'ভালো আছি ভালো থেকোর' মতো অর্ধশতাধিক গান রচনা করেন।

আরও পড়ুন