আন্তর্জাতিক, অর্থনীতি

রেমিট্যান্স পাঠানো সহজ করতে আহ্বান যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডের

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে মে ২০২০ ১২:১৭:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মহামারিতে সৃষ্ট পরিস্থিতিতে প্রবাসীরা যেন উন্নয়নশীল দেশগুলোতে নির্বিঘ্নে রেমিট্যান্স পাঠাতে পারেন সেজন্য অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড।

এই রেমিট্যান্স থেকে অন্তত ৬০টি উন্নয়নশীল দেশ তাদের জিডিপির শতকরা পাঁচ ভাগেরও বেশি অর্থ পেয়ে থাকে। এ বছর মধ্যম আয়ের দেশগুলোর রেমিট্যান্স ২০ শতাংশ বা ১১০ বিলিয়ন ডলার কমার আশঙ্কা জানিয়েছে বিশ্ব ব্যাংক।

প্রবাসীরা যেন করোনার প্রকোপে আত্মীয়-পরিজনদের অর্থ পাঠিয়ে সহযোগিতা চালিয়ে যেতে পারে সেজন্যই এই আহ্বান জানায় ইউরোপের এই দুই দেশ। এই অর্থ পাঠাতে রেমিট্যান্স সেবাদানকারীর খরচ কমানোরও আহ্বান জানিয়েছে দেশ দু'টি।

আরও পড়ুন