জাতীয়, রাজনীতি, রাজধানী

'রোহিঙ্গা ইস্যু সারা বিশ্বের সমস্যা'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৯:৪৬:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান।'

রোহিঙ্গা ইস্যু এখন শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের সমস্যা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার রাতে,রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, 'রোহিঙ্গা বাংলাদেশের নয়, মিয়ানমারের সমস্যা আর এর সমাধান তাদেরই করতে হবে।' রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলেও জানান মন্ত্রী।

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'রোহিঙ্গা সমস্যা তাদেরই সমাধান করতে হবে।'  বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, এসডিজি অর্জনের অগ্রগতিসহ নানা বিষয় সম্পর্কে কূটনীতিকদের অবহিত করেন।

আরও পড়ুন