বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ, রাজধানী, শিক্ষা, আইন ও কানুন

র‍্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৯ই অক্টোবর ২০১৯ ১০:২১:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্ভাগ্যজনক হলেও দেশে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি বিধান নেই।

দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র ও শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 

অ্যাডভোকেট ইশরাত হাসান আজ বুধবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন বলে জানান।

নোটিশে আইনজীবী ইশরাত হাসান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা তরুণরা সিনিয়রদের র‌্যাগিংয়ের শিকার হচ্ছে। র‌্যাগিংয়ের কারণে অনেকের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। র‌্যাগিংয়ের নামে সিনিয়ররা নতুনদের কান ধরে ওঠবস করানো, রড দিয়ে পেটানো, পানিতে চুবানো, উঁচু ভবন থেকে লাফ দেওয়া, সিগারেটের আগুনে ছ্যাঁকা দেওয়া, গাছে ওঠানো, ভবনের কার্নিশ দিয়ে হাঁটানো, এমনকি দিগম্বর পর্যন্ত করে থাকেন।

একইসঙ্গে গালিগালাজ করা, কুৎসা রটানো, নজরদারি করা এবং নিয়মিত খবরদারির মতো নানা ধরনের মানসিক নির্যাতন করা হয়।

আইনজীবী আরও বলেন, র‌্যাগিং নামের অপসংস্কৃতি বন্ধ করা এখন সময়ের দাবি। দেশের একজন সচেতন নাগরিক ও আইনজীবী হিসেবে এ কারণে নোটিশটি পাঠিয়েছি।

আরও পড়ুন