ইউরোপ

'লকডাউনের চেয়ে মরদেহের স্তূপ জমতে থাকুক'

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে এপ্রিল ২০২১ ১২:৫৫:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির অবনতি হলেও লকডাউন দিতে চাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ফের লকডাউন দেয়ার চেয়ে মরদেহের স্তূপ জমতে দেবেন, সে সময় বরিস জনসন এ মন্তব্য করেছিলেন বলে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

রবিবার (২৫ এপ্রিল) সুত্রের বরাত দিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবি করে গণমাধ্যমটি। ডেইলি মেইল জানিয়েছে, গেল অক্টোবরে কর্মকর্তাদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে এ মন্তব্য করেন বরিস জনসন।

সে সময় যুক্তরাজ্যে উর্ধ্বগামী সংক্রমণ ঠেকাতে লকডাউন দেয়ার আহবান জানিয়েছিলেন কর্মকর্তারা। তবে তিনি লকডাউনে আগ্রহী ছিলেন না। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে বরিস জনসনের কার্যালয়।

আরও পড়ুন