বাংলাদেশ, রাজধানী, শিক্ষা

লকডাউনের বই মেলা, জনসমাগম নেই, হতাশ প্রকাশকরা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই এপ্রিল ২০২১ ০৩:১৫:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বইমেলার ২৩তম দিন আজ। সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধের মধ্যেই চলছে বই মেলা।

একেতো করোনা পরিস্থিতি, তার ওপর কর্মদিবসে বইমেলা হওয়ায় কোনো দিক দিয়েই এ কয়দিন আশানুরূপ ছিল না বইমেলার চিত্র।

সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় আশায় বুক বাঁধছেন সংশ্লিষ্ট সবাই। বেলা ১২টায় মেলার দরজা খুললেও, প্রথম বেলায় পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি তেমন ছিল না। দুপুর গড়িয়ে বিকাল হলে লোক সমাগম বাড়তে থাকে, যদিও একে ভিড় বলা যাবে না।

এভাবে বইমেলা হওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে না পেলেও, মেলা যেহেতু চলছে, সেহেতু প্রাণের টানে ছুটে এসেছেন অনেকে। বিক্রেতা, প্রকাশক, লেখক, সম্পাদকদেরও আশা, আজ ও আগামীকাল পাঠক ক্রেতার সাড়া কিছুটা হলেও মিলবে।

আরও পড়ুন