আন্তর্জাতিক, ভারত, এশিয়া

লাদাখে অন্তত দুশ' রাউন্ড গুলি ছুঁড়েছিল চীন ও ভারতীয় সেনারা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই সেপ্টেম্বর ২০২০ ০২:৫৬:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার মস্কোতে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের আগে লাদাখ সীমান্তের প্যাংগং লেক এলাকায় একশ থেকে দুইশ রাউন্ড সতর্কতামূলক গুলি ছুড়েছিল চীন ও ভারতীয় সেনারা।

চুক্তি ভেঙ্গে ৪৫ বছরে এই প্রথম চীন-ভারত সীমান্তে গোলাগুলি হল। সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতীয় সেনারা প্যাংগং লেকের উত্তরে একটি চৌকি দখলের সময় এঘটনা ঘটে। তবে দুই দেশের পক্ষ থেকে এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয় নি।

গেল ১০ই সেপ্টেম্বর মস্কোতে বৈঠকে সীমান্তে উত্তেজনা কমাতে সম্মত হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়্যাং ই।

এদিকে, প্যাংগং লেকের দক্ষিণে যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে চীন অপ্টিক্যাল ফাইবার কেবল স্থাপন করছে, ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলেও তা অস্বীকার করেছে চীন।

আরও পড়ুন