জেলার সংবাদ, শিক্ষা, নারী

লালকার্ড দেখিয়ে উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা

এ. এস. এম রেজওয়ানুছ সাদাত

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০১৯ ০৪:২৮:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভূরুঙ্গামারী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছেন বিভাগীয় কমিশনার।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে, উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন রংপুর বিভাগীয় কমিশনার কে. এম. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বাল্যবিবাহকে লালকার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। এছাড়াও ভূরুঙ্গামারী সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, মিডডে মিল চালু এবং শিক্ষার্থীদের মাঝে ফুল ও ফলের চারা বিতরণ করা হয়।

এ সময়, উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, প্লান ইন্টারন্যাশনালের বিভাগীয় ব্যাবস্থাপক আশীষ কুমার বকসী প্রমূখ।

আরও পড়ুন