প্রবাস

লেবাননে বেতনের দাবিতে বাংলাদেশি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই মে ২০২০ ০৯:৩৭:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বকেয়া বেতনের দাবিতে লেবাননের রামকু কোম্পানীতে কর্মরত বাংলাদেশি কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুক্তি অনুযায়ী কর্মীদের ইউএস ডলারে বেতন পরিশোধ করার কথা থাকলেও গত প্রায় ৭ মাস ধরে রামকু কোম্পানী বাংলাদেশি কর্মীদের লেবানিজ পাউন্ডে পেতন পরিশোধ করছে। ফলে ডলারের দাম বাড়ায় দেশে টাকা পাঠাতে বিপাকে পড়েন তারা। আবার গত তিন মাস ধরে কোন কর্মীর বেতন পরিশোধ করছেনা কোম্পানীটি।

বেতন আদায়ের দাবিতে কর্মীরা অফিস ইনচার্জের কাছে নথি জমা দিতে গেলে কথা কাটাকাটি হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কর্মীদের উপর চড়াও হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা রামকুর অফিস ভাংচুর করে।

ওই ঘটনায় একজন বাংলাদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শুক্রবার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন