জেলার সংবাদ, লাইফস্টাইল

শখের গাছে ফুটেছে ফুল

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১৪ই জুন ২০২০ ১১:৪৭:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড় জেলা শহরের কামাতপাড়া এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ওবায়দুর রহমানের শখের নাইট কুইন গাছে এবার বেশ ফুল ফুটেছে।

প্রায় ২২ বছর আগে বাড়ির আঙিনায় শখ করে রোপন করা এই ফুল গাছটিতে এবার ২৬টি ফুল ফুটেছে। রাতের আঁধারে প্রস্ফুটিত হওয়া সাদা রঙের ফুলটি দেখতে যেমন চমৎকার তেমনি সুগন্ধি। বছরের এই মৌসুমেই দুর্লভ এই ফুলটি ফুটে থাকে। নাইট কুইনের সৌরভে মাতোয়ারা হয় প্রকৃতি। সন্ধ্যার পর থেকে ফুলের কলিগুলো উজ্জ্বল হয়ে উঠে। রাতের আঁধার বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে কলি থেকে পরিপূর্ণ ফুল হয়ে ফোটে। আবার ভোরের আলো ফোটার আগেই ঝড়ে পড়ে। এ জন্যই নাইট কুইনকে বলা হয়ে থাকে এক রাতের রাণী। রাতে যখন কলি থেকে ফুল ফোটে তখন এই স্কুল শিক্ষকের বাড়িতে ছুটে আসে প্রকৃতিপ্রেমীরা।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ওবায়দুর রহমান জানান, ১৯৯৮ সালে এক ছাত্রের বাড়ি থেকে তিনি নাইট কুইনের একটি পাতা এনে রোপন করেন। সেই পাতা থেকেই নাইট কুইন ফুলগাছটি আজ অনেক বড় হয়ে উঠেছে। ফুলের সংখ্যাও বেড়েছে। এবার গাছটিতে ২৬টি ফুল ফুটেছে। পরম যত্নে শখের নাইট কুইন গাছটি বছরের পর বছর পরিচর্যা করে যাচ্ছেন এই স্কুল শিক্ষক।

আরও পড়ুন