আন্তর্জাতিক, এশিয়া

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ১২:৫৯:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন গোটাবায়া রাজাপাকসে।

সোমবার শ্রীলঙ্কার অনুরাধাপুরের একটি প্রাচীন বৌদ্ধ মন্দিরে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া।

শপথ শেষে জাতির উদ্দেশ্যে প্রথমবারের মত ভাষণ রাখেন গোটাবায়া। এসময় দেশটির সংখ্যালঘু তামিল ও মুসলিম অধিবাসীদের সমর্থন চান তিনি।

ভাষণে জাতীয় নিরাপত্তার ওপর জোর দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন গোটাবায়া।

তিনি বলেন, শ্রীলঙ্কায় সব জাতি ও ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে।

এছাড়া, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শ্রীলঙ্কার অবস্থান নিরপেক্ষ থাকবে বলে ঘোষণা দেন দেশটির নতুন প্রেসিডেন্ট।

আরও পড়ুন